বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

আগুনলাগা গ্রিন কোজি কটেজের মালিককে গ্রেপ্তারে ডিবি কাজ করছে ডিবি: হারুন

0

ঢাকা অফিস: বেইলি রোডের আগুনলাগা গ্রিন কোজি কটেজের মালিককে গ্রেপ্তারে ডিবি কাজ করছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গত বৃহস্পতিবার বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণ যায়। বাণিজ্যিক ভবন হিসেবে অনুমোদন নিলেও সেখানে রেস্তোরাঁ করার অনুমতি ছিল না। কিন্তু আট তলা ওই ভবনে ব্যবসা করছিল ১৪টি রেস্তোরাঁ ও খাবারের দোকান। ভবনে ছিল না কোনো ফায়ার একজিট। একমাত্র সিঁড়িতে রাখা ছিল গ্যাস সিলিন্ডারসহ রেস্তোরাঁর মালামাল। কাচে ঘেরা ভবনের উপরের ফ্লোরগুলো থেকে নামতে না পেরে ধোঁয়ার বিষক্রিয়ায় অধিকাংশের মৃত্যু হয়। আগুন লাগার ঘটনার আগে নকশা বহির্ভূতভাবে ভবনের আয়তন বাড়ানোর অভিযোগে বেইলি রোডের আগুনে পোড়া গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগেও অভিযান চালায় রাজউক। ভ্রাম্যমাণ আদালতের সেই অভিযানে ভবন মালিককে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো। সেই সাথে কী কাজে ভবনটি ব্যবহার করা হবে সে সংক্রান্ত সনদ না নেয়ার কারণে রাজউকের নোটিশ পেয়েছিলো ভবনটি।

Share.