সোমবার, ডিসেম্বর ৩০

আগুনে পুড়ল কয়েল তৈরির কারখানা

0

ঢাকা অফিস : রাজধানীর রায়েরবাগে আগুনে পুড়ে গেছে কয়েল তৈরির একটি কারখানা। শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, আটটি ইউনিটের চেষ্টায় রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কয়েল তৈরির কাঁচামালের দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।

Share.