আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় শিক্ষিকার মৃত্যু

0

ঢাকা অফিস: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মাহফুজা আক্তার (৪০) নামের একজন শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি ভাণ্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জমাদ্দার কেজি স্কুলের সহকারী শিক্ষক। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, ঘটনার সময় মাহফুজা আক্তার তার বাবার বাড়ির কাঠের ঘরের দোতলায় ঘুমিয়ে ছিলেন। আর তার ভাই মামুন নিচতলায় ঘুমাচ্ছিলেন। ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন হাওলাদার জানান, শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে তিনটার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার দক্ষিণ-পূর্ব ভাণ্ডারিয়ায় প্রয়াত আব্দুল হামিদের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় আগুনে পুড়ে মাহফুজা আক্তার (৪০) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়।

Share.