ডেস্ক রিপোর্ট: ইরানি নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজটি আগুন লেগে ডুবে গেছে। বুধবার (০২ জুন) ওমান উপসগারে এ দুর্ঘটনা ঘটেছে। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, তা স্পষ্ট হওয়া সম্ভব হয়নি।বার্তা সংস্থা ফার্স ও তাসনিম জানিয়েছে, যুদ্ধজাহাজ খার্ককে রক্ষার চেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানের মূল তেল টার্মিনালের নামে এটির নামকরণ করা হয়েছিল। রাত ২টা ২৫ মিনিটে আগুন লাগলে অগ্নিনির্বাপণকর্মীদের চেষ্টা পরেও তা নিয়ন্ত্রণে আসেনি।হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে তেহরানের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ৭৯০ মাইল দূরে ইরানি বন্দর জাসকের কাছেই এই আগুন লাগে।সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, লাইফজ্যাকেট পরা নাবিকেরা নৌযানটি খালি করছেন। আর তাদের পেছন থেকে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। খার্ককে প্রশিক্ষণ জাহাজ হিসেবে উল্লেখ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।বুধবার সকালে জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসার ভিডিও প্রকাশ করেছে ফার্স। সাগরে অন্যান্য জাহাজের শূন্যস্থান পূরণ করা ইরানি নৌবাহিনীর অল্প কয়েকটি জাজাজের একটি খার্ক। ব্রিটেনে নির্মাণ করা জাহাজটি ১৯৭৭ সালে প্রথম সাগরে নামে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দীর্ঘ আলোচনার পর এটি ইরানি নৌবাহিনীর হাতে যায়।
আগুন লেগে সাগরে ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ
0
Share.