ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। পরিবেশের সাথে খাপ খাওয়াতে অসুবিধায় এমনটা হয়েছে, অবস্থা কিছুটা স্বাভাবিক হলেই লিভার প্রতিস্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে আজ রাতেই আলোচনায় বসছে গঠিত মেডিক্যাল বোর্ড। লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় বোর্ড বসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি বোর্ডে অ্যাটেন্ড করবেন বলে জানা গেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মেডিকেল বোর্ডে থাকবেন যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিকের ৪ জন প্রফেসর ও যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ৩ জন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া ৬ জন চিকিৎসক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদা রহমান। বিএনপি চেয়ার পারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ বলেন, আমাদের মনে রাখতে হবে, তাঁর বয়স এখন ৭৯ বছর। এ কারণে আদৌ ‘লিভার প্রতিস্থাপন’ করার মতো শারীরিক অবস্থায় তিনি আছেন কিনা, বা কীভাবে করলে ভালো ফল মিলবে, সেসব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত বিচার-বিশ্লেষণের সময় এখনও আসেনি। তিনি বলেন, দ্য লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে ছয় থেকে সাতজনের একটি মেডিক্যাল টিম রয়েছে। তারা আমাদের মেডিক্যাল বোর্ডের সঙ্গে বসেই সিদ্ধান্ত নিচ্ছেন, আলোচনা করছেন। এর আগে, সোমবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।
আজই আলোচনায় বসছে বেগম খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ড
0
Share.