ঢাকা অফিস: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের উভয় পাশে যাত্রী ও যানবাহনের চাপ আজ রোববারও অব্যাহত রয়েছে। যাত্রীদের চাপে আজ সকালে শিমুলিয়া ঘাট থেকে শুধু যাত্রী নিয়ে অন্তত সাতটি ফেরি বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, সকাল থেকে ১৫টি ফেরি চলাচল করছে। প্রত্যেকটি ফেরিতে বিপুল যাত্রী ও যানবাহন পারাপার করছেন তাঁরা। সকালের দিকে যাত্রীদের অত্যধিক চাপ থাকায় অন্তত সাতটি ফেরি যাত্রী ও অল্পসংখ্যক যানবাহন নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।অন্যদিকে, বাংলাবাজার ঘাট থেকেও প্রচুর যাত্রী নিয়ে প্রত্যেকটি ফেরি শিমুলিয়া ঘাট এসেছে। নদীর উভয় পাড়ে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। কিছু মানুষ যারা ঈদে বাড়ি যেতে পারেনি, তারা বাড়ি যাচ্ছে। আবার কিছু মানুষ ঈদ করে আগেভাগে ঢাকা ফিরছেন, সেজন্যই উভয়পাড়ে যাত্রীদের ভিড় বাড়ছে বলে জানান শফিকুল ইসলাম।শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, ঘাট এলাকায় বর্তমানে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক গাড়ি। এসবের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
আজও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে উভয়মুখী যাত্রীর চাপ
0
Share.