আজানের সময় মসজিদে স্টান গ্রেনেড নিক্ষেপের ঘটনায় জড়িত সৈনিককে বরখাস্ত

0

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি বিবৃতিতে জানিয়েছে, তারা রামাল্লার কাছে ফিলিস্তিনি গ্রাম বুদরিসের মসজিদে স্টান গ্রেনেড নিক্ষেপের ঘটনায় জড়িত সৈনিককে বরখাস্ত করেছে। হারেৎজ দাবি করেছে, ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের অপমান করার জন্য ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। এমন প্রবণতা ৭ অক্টোবর হামাসের গণহত্যার পর থেকে তীব্রতর হয়েছে। এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরের বুদরিস নামের একটি গ্রামে ফজরের আজানের সময় মসজিদে হামলা করে ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, একজন ইজরায়েলি সৈন্য আজানের সময় মসজিদে গ্রেনেড নিক্ষেপ করছেন। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে- মসজিদের বাইরে আবছা আলোকিত ভোর। ভেতর থেকে মুয়াজ্জিনের আজান-ধ্বনি শোনা যাচ্ছে। তখন চুপি চুপি একজন ইসরায়েলি সৈন্য মসজিদের মধ্যে একটি বোমা নিক্ষেপ করে। মসজিদে হামলার বিষয়ে বুদরিস গ্রামের প্রধান নাসির মীরার জানান, শুক্রবার ফজরের আজান যখন চলছিল তখনই দখলদার সৈন্যরা গ্রামের মসজিদে এ হামলা চালায়। মুসল্লিরা নামাজে আসার কিছুক্ষণ আগে এ হামলা চালানো হয়। তিনি আরও বলেন, এমন হামলা চরম পৈশাচিকতার বহিঃপ্রকাশ।

Share.