সোমবার, ডিসেম্বর ২৩

আজিজ-বেনজীর ইস্যু নিয়ে সরকার বিব্রত নয়: কাদের

0

ঢাকা অফিস: আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকলেও সেটা সমাধান করার সৎসাহস রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমটাই জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৪ জুন) আওয়ামী লীগের এক সভায় ওবায়দুল কাদের বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ দুর্নীতি বা অপকর্ম করলে তার বিচার করার সৎসাহস শেখ হাসিনার আছে। এসময় তিনি আরও বলেন, অতীতের ভুল ত্রুটি থেকে শিখতে হবে। এর আগে ওবায়দুল কাদের জানিয়েছিলেন, আজিজ-বেনজীর ইস্যু নিয়ে সরকার বিব্রত নয়। সরকার তাদের অপরাধ স্বীকার করার পর পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়নি। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আমলে তাদের কোন নেতা, সরকারি কোন কর্মকর্তা, পুলিশের সাবেক কোন কর্মকর্তা তাদের কেউ কি….ইম্পিউনিটি কালচার গড়ে তুলেছিল? শেখ হাসিনার সৎ, সাহস আছে, সে কারণে তিনি আজকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। যখনই যেটা প্রকাশ পাচ্ছে, সেই করোনার সময় ফেক হাসপাতাল করে যারা অপকর্ম করেছে তাদের কিন্তু আমাদের নেত্রী ক্ষমা করেননি। আজকেও অপরাধ অনুযায়ী শাস্তি পেতেই হবে। এখানে কোনো ছাড় নেই। ’

Share.