বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

আজ আরিফুজ্জামান চঞ্চলের মৃত্যুবার্ষিকী

0

বিনোদন ডেস্কঃ  আজ ৩ জুন সোমবার মুন্সীগঞ্জের শ্রীপুর থানার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আউয়ালের ছোট ছেলে মোঃ আরিফুজ্জামান চঞ্চলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সপ্তাহব্যাপি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মোঃ আরিফুজ্জামান চঞ্চল স্মৃতি সংসদ। আজ বাদ জোহর দেউলভোগ বাজারে সাতদিনের এই আয়োজন শুরু হবে। মিলাদ মাহফিলের পাশাপাশি সাতদিনের অনুষ্ঠানমালায় দরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করবে আরিফুজ্জামান চঞ্চল স্মৃতি সংসদ। অনুষ্ঠানে উপস্থিত থেকে মোঃ আরিফুজ্জামান চঞ্চলের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য স্বজন,শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন মরহুমের বড় ভাই বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল। ২০২২ সালের এই দিনে আকষ্মিক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান মোঃ আরিফুজ্জামান চঞ্চল।

Share.