আজ ও কাল রাশিয়া ও ইউক্রেনের পতাকা প্রদর্শন নিষিদ্ধ করল বার্লিন পুলিশ

0

ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রতিষ্ঠা বার্ষিকীতে যুদ্ধের স্মরণে বানানো দুইটি মেমোরিয়ালের সামনে রাশিয়া ও ইউক্রেনের পতাকা প্রদর্শন নিষিদ্ধ করেছে জার্মানির বার্লিন পুলিশ। বিবিসি জানায়, আজ ও কাল দুইদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণে জার্মানির বার্লিনে ওই অনুষ্ঠান হবে। প্রতি বছরের ৯ মে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় উদযাপন করে রাশিয়া। অন্যদিকে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠান চলাকালে নিজেদের স্বাধীনতা ঘোষণা করা দোনেৎস্ক এবং লুহানস্ক পিপুলস রিপাবলিক এবং রাশিয়ার যুদ্ধ চিহ্ন ‘ভি’ এবং ‘জেড’ প্রদর্শন করা যাবে না। তবে বার্লিন পুলিশের এই নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মানিতে ইউক্রেইনের রাষ্ট্রদূত অ্যান্ড্রি মেলনিক। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘বার্লিন পুলিশের সিদ্ধান্তে আমরা হতবাক হয়েছি। এটা ইউক্রেইন এবং ইউক্রেইনের জনগণের মুখে চপেটাঘাত।’ আগামী ৯ মে রাশিয়া বিজয় উদযাপন দিবসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এবার বিজয় দিবস উদযাপন দিবসে উপলক্ষে বড় আকারে সামরিক কুচকাওয়াজেরও প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

 

Share.