বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

আজ থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি

0

ঢাকা অফিস: চতুর্থ ধাপের ৮৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চেয়ারম্যান পদে অংশগ্রহণে ইচ্ছুক দলীয় প্রার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার থেকে ২২ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে ফরম বিতরণ করা হবে। আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও তিনটি পৌরসভা টেকনাফ, রায়পুরা ও আটঘরিয়ার ক্ষেত্রেও একই দিন থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Share.