আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

0

ঢাকা অফিস: আজ শনিবার সন্ধ্যা ছয়টায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপি মহাসচিব গত ২৪ আগস্ট স্ত্রী রাহাত আরা বেগমসহ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। তিনি সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লিনিকে এবং তার স্ত্রী সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন। সিঙ্গাপুরে থাকার কারণে শুক্রবার বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেওয়া হয়নি বিএনপি মহাসচিবের।

Share.