আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

0

আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

ঢাকা অফিস: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ লন্ডনে তার ১০ দিনের সফর শেষে সোমবার সকালে দেশে ফিরছেন। তিনি স্বাস্থ্য ও চোখের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। খবর বাসসর। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ রবিবার বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে দেশে ফিরবে।’ এর আগে ৩১ আগস্ট আবদুল হামিদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

Share.