বুধবার, জানুয়ারী ২২

আজ “ফারিহা শাহানা চৌধুরী প্রীতি’র শুভ জন্মদিন

0

ফারিহা শাহানা চৌধুরী প্রীতি’র আজ ১৬ তম জন্মদিন।” শুভ হোক তোমার জন্মদিন, শুভ জন্মদিন। সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম হোক তোমার জীবন, তোমার প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা কানায় কানায় পূরণ হোক, বেচে থাক হাজার বছর। এই জন্মদিনে বলবো দু’ একটি কথা, মনে রেখ তুমি ” মানুষ হাজার-হাজার বছর বেঁচে থাকে তার কর্মের মাঝে” ” মানুষ মরে যায়, রেখে যায় তার স্মৃতি” “এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন” “তোমার জীবন যেন হয় বিশ্ব মানব কল্যাণে” আমাদের স্বপ্ন আমাদের বিশ্বাস তুমি তোমার প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা পূরণে এগিয়ে যাবে আগামীর পথে……  হোক, শুভ হোক তোমার জন্মদিন, “শুভ জন্মদিন”

 

শুভেচ্ছান্তে

মা-বাবা, ভাই-বোনেরা

বিঃ দ্রঃ : ফারিহা শাহানা চৌধুরী প্রীতি’র জন্মদিন উপলক্ষ্যে যে সকল প্রতিষ্ঠান বা সংগঠন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারা হলেন, সময় নিউজ ২৪ ডট নেট এর পরিবার, লাল সবুজ ডট টিভি পরিবার, প্রীতি ট্রডিসনাল ডিজাইনাইনার বুটিক, বাংলাদেশের, হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল মৌলভীবাজার পরিবার, শ্রীমঙ্গল বিনোদন থিয়েটার পরিবার, ঢাকা রাইটার্স ফোরাম পরিবার, লোকালয় নাট্যদল পরিবার, পিয়া ইলেকট্রনিক্স পরিবারসহ যারা ব্যক্তিভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।

ধন্যবাদান্তে,

মা-বাবা ।

 

 

Share.