আজ বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক: আজ বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী। এদিকে আজই প্রথম মাঠে নামতে যাচ্ছে আফগান ক্রিকেট দল। রবিবার (৩ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সারে তিনটায়। পাকিস্তানের অন্যতম শহর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি বাংলাদেশ দল। এশিয়া কাপ শুরুর দ্বিতীয় দিনই মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ভঙ্গুর শ্রীলঙ্কা দলটিকে পেয়েও জিততে পারেনি সাকিব আল হাসানের দল। ১৬৪ রানে অলআউট হওয়ার পর হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। শ্রীলঙ্কার সঙ্গে হেরে গিয়েই শঙ্কায় পড়ে গেছে টাইগাররা। এবারের এশিয়া কাপ কি তবে শূন্যহাতে ফিরিয়ে দেবে বাংলাদেশকে? পরের ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান যে এখন আর খুব একটা সহজ প্রতিপক্ষ নয়! কিছুদিন আগেই তো ঘরের মাঠে আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ দল।

Share.