আজ সারাদিন ঢাকায় বৃষ্টি হবে

0

ঢাকা অফিস: সূর্যের উত্তাপে মানুষ যখন হাঁপিয়ে উঠছে, তখনি বৃষ্টির বার্তা এলো। আজ সারাদিন বৃষ্টি হবে ঢাকায় বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবের কারণে। এছাড়াও আরও ১৮ টি জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এসব অঞ্চলের নদী বন্দরকে ১ নম্বর সর্তক সংকেত মেনে চলতে বলা হয়েছে।মঙ্লগবার (৬ অক্টোবর) সাড়ে ১১টা থেকে ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, পটুয়াখালী, বরিশাল,কুমিল্লা,নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র-বৃষ্টিসহ হালকা দমকা অথবা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সক্রিয় লঘুচাপটি বর্তমানে অবস্থান করছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এছাড়াও মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের আশে পাশে মাঝারি অবস্থায় বিরাজ করছে। লঘুচাপের প্রভাবে আগামী দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছে। তবে চার পাঁচদিন পর অবস্থা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Share.