ঢাকা অফিস: আজ ৩ জুন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় দুর্ঘটনা নিমতলী ট্র্যাজেডির ১৪ বছর পূর্ণ হলো। ১২৪ জন মানুষের প্রাণ কেড়ে নেয় এই দুর্ঘটনা। ২০১০ সালের ৩ জুন ঢাকার নিমতলীতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে আহত হন দুই শতাধিক মানুষ। আগুনের লেলিহান শিখায় ছাই হয়ে পুড়ে যায় ২৩টি বসতবাড়ি, দোকানপাট ও কারখানা। রাত সাড়ে ১০টায় লাগা ওই আগুন জ্বলেছিলো তিন ঘণ্টারও বেশি সময়। আগুন নিয়ন্ত্রণ, নির্বাপণের পর শুরু হয় উদ্ধার কাজ। নিহতদের কঙ্কালসার নিথর দেহ, আর্তনাদ জড়িত আহতদের একে একে উদ্ধার করে উদ্ধারকারীরা। নানা আয়োজনে দিনটি পালন করছে নিহতদের স্বজনরা।
আজ ৩ জুন নিমতলী ট্র্যাজেডির ১৪ বছর
0
Share.