রবিবার, নভেম্বর ২৪

আতালান্তাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল

0

স্পোর্টস ডেস্ক:  চ্যাম্পিয়ানস লিগের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর বাধা কাটিয়ে গেল দলটি। আতালান্তাকে হারিয়ে ইউরোপসেরা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠল জিনেদিন জিদানের দল।গতকাল মঙ্গলবার আলফ্রেদো দি স্টেফানো স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগে আতালান্তাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জয়ের ম্যাচে গোল করেছেন ছন্দে থাকা করিম বেনজেমা, সার্জিও রামোস ও মার্কো অ্যাসেনসিও। প্রতিপক্ষের হয়ে একটি গোল শোধ করেন লুইস ফার্নান্দো।এর আগে প্রথম লেগে আতালান্তার মাঠে ১-০ গোলে জিতেছিল রিয়াল। সবমিলিয়ে দুই লেগে ৪-১ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল স্প্যানিশ চ্যাম্পিয়ানরা।এদিন ম্যাচের ৩৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। সতীর্থের পাস ধরে মার্কো বল বাড়ান লুকা মদ্রিচকে। ক্রোয়াট তারকা বল নিয়ন্ত্রণে নিয়ে বাড়ান বেনজেমার দিকে। ভুল না করে ডান পায়ের নিচু শটে দলকে এগিয়ে নেন বেনজেমা।দুদলের বাকি তিন গোল আসে দ্বিতীয়ার্ধে। ৬০ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। ডি-বক্সে রামোসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে সফল স্পট কিকে স্কোরলাইন ২-০ করেন রামোস।ম্যাচের ৮৩ মিনিটে একটি গোল শোধ করে আতালান্তা। পরের মিনিটে অ্যাসেনসিও ফের আতালান্তার জালে বল পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন। ২০১৭-১৮ মৌসুমে সবশেষ চ্যাম্পিয়ানস লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। এরপরই বারবার শেষ ষোলোয় আটকে যেত। অবশেষে এই মৌসুমে সেই বাধা কাটাতে পেরেছে সাবেক চ্যাম্পিয়ানরা।

Share.