আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব: আনিসুল হক

0

ঢাকা অফিস: অর্থনীতিবিদ ড. ইউনূসকে অহেতুক গ্রেপ্তারের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব বলে জানান তিনি। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের পর্যায়ে কর্মকর্তাদের ৪৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। ইউনূসের মেয়ের সমঝোতার প্রস্তুতির বিষয়ে মন্ত্রী বলেন, বিচারাধীন কোনো বিষয় নিয়ে সমঝোতা করা যায় কিনা, তা প্রস্তাব পাওয়ার পর বিবেচনা করা হবে। আইনমন্ত্রী বলেন, সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যার সাথে জড়িতদের ধরে অবশ্যই বিচার করা হবে। এই বিচার হারিয়ে যাবে না। যদি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত র‍্যাবের কাছ থেকে অন্য কোনো সংস্থাকে দেয়ার প্রয়োজন হয় তবে তাই করা হবে।

Share.