বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। তাঁকে সর্বশেষ ‘পেঙ্গুইন’ ছবিতে দেখা গেছে। এবার প্রভাসের আসন্ন ছবিতে তাঁকে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যেতে পারে। টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার, ‘তানহাজি—দ্য আনসাং ওয়ারিয়র’ পরিচালক ওম রৌত ও ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাস এবার হাজির হচ্ছেন থ্রিডি ফিচার ফিল্ম ‘আদিপুরুষ’ নিয়ে। গত ১৮ আগস্ট এ ঘোষণায় প্রভাসের ভক্তকুলে চলছে নানা আলোচনা, আনন্দ-উচ্ছ্বাস। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এ ছবির পুরোটাই থ্রিডি শুট হবে। প্রভাস ভগবান রামের ভূমিকায় অভিনয় করবেন। চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, অভিনেত্রী কীর্তি সুরেশ প্রভাসের বিপরীতে অভিনয় করবেন এবং তাঁকে সীতার চরিত্রে দেখা যাবে। পরিচালক ওম রৌত সম্প্রতি কীর্তি সুরেশকে চিত্রনাট্য পড়িয়েছেন এবং এ চরিত্র করার জন্য বেশ উচ্ছ্বসিত কীর্তি। নির্মাতারা চাইছেন, অন্যান্য ভাষার অভিনয়শিল্পীদেরও এ ছবিতে যুক্ত করতে। যদিও এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। এ বছরশেষে ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নাম চূড়ান্ত হবে এবং আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা। ভারতীয় সংস্কৃতির জনপ্রিয় অধ্যায় তুলে ধরা হবে এ ছবিতে। হিন্দি ও তেলেগু ভাষায় নির্মাণ হবে ওম রৌতের এ ছবি। এরপর ভারতের তামিল, মালয়ালাম, কন্নড় ভাষাসহ বিভিন্ন ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে। প্রভাস এ ছবির কেন্দ্রীয় ভূমিকায় থাকবেন, এ কথা নিশ্চিত। তবে বলিউড থেকে কে কে থাকছেন, তা জানার জন্য মুখিয়ে আছেন বি-টাউনের অনুরাগীরা। নতুন ছবি সম্পর্কে প্রভাস বলেছেন, প্রতিটি চরিত্রই তাঁর জন্য চ্যালেঞ্জের। সেই ভূমিকায় অভিনয় একই সঙ্গে দায়বদ্ধতা ও গর্ববোধ অনুভব করায়। আসন্ন ছবি নিয়ে তিনি বেশ উত্তেজিত। এ ছবি তাঁর দেশের তরুণদের উজ্জীবিত করবে বলে মত ‘বাহুবলি’ তারকার।‘সাহো’ ও ‘রাধে শ্যাম’-এর পর ভূষণ কুমারের সঙ্গে প্রভাসের তৃতীয় প্রকল্প ‘আদিপুরুষ’। আর প্রথমবার পরিচালক ওম রৌতের সঙ্গে কাজ করছেন। ইতিহাসধর্মী এ ছবির শুট শুরু হবে ২০২১ সালে এবং মুক্তি পাবে পরের বছর।
আদিপুরুষ : প্রভাসের নায়িকা হচ্ছেন কীর্তি
0
Share.