আনসারুল্লাহ বাংলা টিমের দাওয়াতী শাখার প্রধানসহ গ্রেপ্তার-৬

0

ঢাকা অফিস: নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের দাওয়াতি শাখার প্রধান মেজবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মেজবা ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসেবে কাজ করতেন। তার নেতৃত্বে ঢাকায় জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। খন্দকার আল মঈন বলেন, র‍্যাবের অভিযানে আনসার আল ইসলামের ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত মেজবাহসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Share.