ঢাকা অফিস: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনারের ডেডবডি উদ্ধার করা ছাড়া মৃত্যুর সব তথ্যই জানা গেছে। ডেডবডির খোঁজ চলছে এখনও পর্যন্ত। আমরা এখনও আশাবাদী ডেডবডি পাওয়া নিয়ে। না পাওয়া গেলে কী হবে সেটা নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। ডেডবডি পাওয়ার ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য এখনও নাই। আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, আনারের সংসদীয় আসন শুন্য ঘোষণার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কিছু জানে না; এটা স্পীকার জানাবেন। এমপি আনারের মৃতদেহ পাওয়া না গেলে আইনি জটিলতা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা আইনমন্ত্রী বলতে পারবেন। কোরবানি ঈদে চাঁদাবাজি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। গার্মেন্ট মালিকদের উদ্দেশে তিনি বলেন, গার্মেন্ট শ্রমিকদের মে মাসের বেতন পুরো দিতে হবে। বোনাসও দিতে হবে ঈদের আগেই। মালিকরা একমত হয়েছেন। অযথা গুজব ছড়িয়ে যারা গার্মেন্ট এলাকাকে অস্থির করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদের সময় নদীপথে কোনো বাল্ক চলতে পারবে না। ছোট ছোট স্পিডবোটও রাতে চলবে না জানান তিনি।
আনারের ডেডবডি উদ্ধার করা ছাড়া মৃত্যুর সব তথ্যই জানা গেছে: কামাল
0
Share.