আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

0

ঢাকা অফিস: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী গ্রামের উচা ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পঞ্চগড় জেলার বাসিন্দা আখতারুজ্জামান রাজা (৩৮), আব্দুর জব্বার (৩২) ও ইদ্রিশ আলী (৩৩)। রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন জানান, রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী গ্রামে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল আন্ত:জেলা ডাকাত দলের ৭-৮ জন সদস্য। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তিন জনকে আটক করতেও পারলেও বাকিরা পালিয়ে যায়।

Share.