স্পোর্টস রিপোর্ট: চেন্নাইতে অনুষ্ঠিত দ্বিতীয় বোলিং পরীক্ষাতেও ব্যর্থ হলেন সাকিব আল হাসান। বার্মিংহামের পর এবারও নিজের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি, যার ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক বছরের জন্য তিনি আন্তর্জাতিক ম্যাচে বোলার হিসেবে অংশ নিতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শনিবার (১১ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে সাকিবের বোলিং অ্যাকশন পুনর্মূল্যায়ন করা হয়। তবে, দ্বিতীয় পরীক্ষাতেও তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়নি। গত বছর কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলাকালীন সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্ট করা হয়েছিল। এরপর লাফবারো বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন তিনি। ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষায় অংশ নিলেও সেখানেও তার বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। এক বছরের নিষেধাজ্ঞা শেষে তিনি পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন। তবে ততদিন পর্যন্ত জাতীয় দলে কেবল ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব। বিসিবি জানিয়েছে, বোলিং অ্যাকশন সংশোধনে আরও কাজ করতে হবে সাকিবকে। পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হলে তার বোলিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
আন্তর্জাতিক ক্রিকেট এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ সাকিব আল হাসান
0
Share.