বুধবার, জানুয়ারী ২২

আন্তর্জাতিক গুম বিরোধী কনভেনশনে সই করেছে বাংলাদেশ

0

ঢাকা অফিস: বিশ্বব্যাপী মানুষের গুম হওয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক গুম বিরোধী কনভেনশনে সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সই করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। উপদেষ্টাদের করতালির মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। জাতিসংঘ সাধারণ পরিষদে গুমবিরোধী সনদটি ২০০৬ সালের ডিসেম্বরে গৃহীত হলে ৩২টি দেশ এটি অনুস্বাক্ষর করে। পরে ২০১০ খ্রিষ্টাব্দে তা বাস্তবায়ন শুরু হয়। সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেয়া। এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ এই সনদে যুক্ত হয়েছে।

Share.