বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

0

বাংলাদেশ থেকে দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর ২০৪তম জন্মদিন ও আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হয়ে পার্শবর্তী কলেজে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এএফএম নূরউল্লাহ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ নাদির হোসেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নবিউর রহমানসহ সকল নার্স ও উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। র‌্যালি শেষে মেডিকেল কলেজ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

Share.