আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন হয়নি: ফখরুল

0

ঢাকা অফিস: দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বলে কূটনীতিকদের জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন হয়নি। এ সময় ২৮ অক্টোবরের পর বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ তোলেন তিনি। রোববার (২৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের সম্মানে ইফতার ও দোয়া কর্মসূচি পালনে তিনি এ কথা বলেন। ওই কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনের কর্মকর্তারা। জামিনে মুক্তি পাওয়ার পর এই প্রথম দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফখরুল আরও বলেন, বাংলাদেশ গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে চলছে। ভোট ঘিরে বাংলাদেশে গণ-গ্রেপ্তারের বিষয়টিও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি কূটনীতিকদের জানান, বিএনপি তাদের নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে।

Share.