আফগানিস্তানের কাছে নেটোর সামরিক উপস্থিতি মানবেনা রাশিয়া

0

ডেস্ক রিপোর্ট:  রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী দেশগুলোতে যুক্তরাষ্ট্র বা নেটোর সামরিক স্থাপনার উপস্থিতি অগ্রহণযোগ্য। বৃহস্পতিবার চীনের আনহুই প্রদেশের প্রাচীন শহর থুনিশিতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর মন্ত্রীপর্যায়ের তৃতীয় বৈঠকে ল্যাভরভ এমনটি বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস। এ বৈঠকে চীন ও রাশিয়ার পাশাপাশি ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কেমেনিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন। ২০০১ সালে পাঁচ বছরের তালেবান শাসনের অবসান ঘটিয়ে আফগানিস্তানের দখল নিয়েছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো ও তাদের মিত্র দেশের বাহিনীগুলো। তখন রাশিয়া ও চীন, যুক্তরাষ্ট্র ও নেটোর অভিযানে সমর্থন যুগিয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্র আফগানিস্তানের প্রতিবেশী উজবেকিস্তানে ও নিকটবর্তী কিরগিজস্তানে অস্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। উজবেকিস্তানের মার্কিন ঘাঁটি ২০০৫ সালে ও কিরগিজস্তানেরটি ২০১৪ সালে বন্ধ করে দেওয়া হয়। বৈঠকে ল্যাভরভ অভিযোগ করে বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) মধ্য এশিয়ার দেশগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করার ও সেখান থেকে রাশিয়ায় অস্থিরতা ছড়ানোর পরিকল্পনা করছে।

Share.