স্পোর্টস রিপোর্ট: তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান ক্রিকেট নিয়ে চিন্তা ছিল সবার। তবে ক্রমান্বয়ে স্বাভাবিক হয়ে আসছে সবকিছুই। তাই ক্রিকেটও চলছে আপন গতিতে। মাত্র কদিন আগে হেড কোচ নিয়োগ দিল দেশটির ক্রিকেট বোর্ড। এবার পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে পেল আফগানিস্তান। তবে খুব বেশিদিনের জন্য নয়, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে মাত্র তিন মাসের চুক্তিতে আবদ্ধ হয়েছেন উমর গুল। অবশ্য সেখানেই দুপক্ষের সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখছেন না অনেকে। কেননা চুক্তির মেয়াদ বাড়ানোর সমীহ সম্ভাবনা আছে। আর চলতি এপ্রিল মাসেই আফগানিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ৩৭ বছর বয়সী পাকিস্তানি সাবেক পেসার উমর গুল। আগামী ৪ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে চলবে আফগানদের কন্ডিশনিং ক্যাম্প। সেখানেই প্রথম কাজ শুরু করবেন তিনি।