আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলা, হতাহত-২০

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের রাজধানী কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বুধবার আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় ২০ জনের বেশি হতাহত হয়েছে বলে জানিয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, কাবুলের কেন্দ্রীয় ভবনের বাইরে রাস্তায় বরফে শুয়ে আছেন লোকজন। এএফপির ড্রাইভার জামশেদ করিমি বলেছেন, ‘আমি জানি না তাদের মধ্যে কতজন মারা গেছে বা আহত হয়েছে। আমি লোকটিকে নিজেকে উড়িয়ে দিতে দেখেছি।’ কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুর্ভাগ্যবশত হতাহতের ঘটনা ঘটেছে। নিরাপত্তা দল এলাকায় পৌঁছেছে। তালেবানরা ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে নিরাপত্তার উন্নতি করেছে বলে দাবি করেছে তবে সেখানে প্রচুর বোমা বিস্ফোরণ এবং হামলা হয়েছে। বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে আইএস।

Share.