আফগানিস্তানে তালেবানদের হামলায় ২৫ নিরাপত্তাকর্মী নিহত

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে তালেবানদের হামলায় দেশটির অন্তত ২৫ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।  তবে আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় এখনো স্বীকার করেনি তালেবান।  খবর ফরাসি বার্তা সংস্থা এএফপির।  দেশটির ধবার তাখার রাজ্যে আফগান নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।   রাজ্য গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি দাবি করেছেন, পাল্টা হামলায় অনেক তালেবান যোদ্ধাও হতাহত হয়েছে। এএফপিকে তিনি বলেন, এখনো লড়াই চলছে। তালেবানদের মধ্যেও অনেকে হতাহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাখার প্রদেশের স্বাস্থ্য বিষয়ক পরিচালক আব্দুল কাইয়ুম। তার দাবি অনুযায়ী হামলায় প্রাদেশিক পুলিশের ডেপুটি প্রধানসহ ৩৪ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।  তিনি জানান, ওই নিরাপত্তাকর্মীরা একটি অভিযান পরিচালনা করতে যাচ্ছিল, পথেই তালেবানদের আক্রমণের শিকার হয় তারা।

Share.