বুধবার, জানুয়ারী ২২

আফগানিস্তানে নির্বাচনি সহিংসতায় নিহত-৮৫ : জাতিসংঘ

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে নির্বাচনি সহিসংতায় এখন পর্যন্ত ৮৫ জন বেসামরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩৮০ জনেরও বেশি। মঙ্গলবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ হতাহতই তালেবানের হামলায় হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। আফগানিস্তানে এবারের নির্বাচনে ৩ কোটি ৫০ লাখ নাগরিকের মধ্যে ৯৬ লাখ নাগরিক ভোটার হয়েছিলেন। তার মধ্যে মাত্র ২০ লাখ ভোটার নির্বাচনে ভোট দিয়ে তাদের মত প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, ৫ জনের মধ্যে মাত্র একজন ভোটার ব্যালট বাক্সে তার ভোট দিয়েছেন। আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি তাদামিচি ইয়ামামোতো বলেন, ভোটার, নির্বাচন কর্মী, অংশগ্রহণকারী ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। হতাহতের শিকার বেসামরিকদের এক তৃতীয়াংশই ছিলো শিশু। প্রতিবেদনে নির্বাচনের দিন হামলার জন্য তালেবানকে দায়ী করা হয়। তবে এখনও পর্যন্ত তালেবানের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।  ইয়ামান্তু বলেন, বেসামরিকদের ওপর কাঠামোবদ্ধ হামলাকে মানবতাবিরোধী অপরাধ বিবেচনা করা যেতে পারে এবং জাতিসংঘ এর তীব্র নিন্দা জানায়।  ২৯ সেপ্টেম্বর ১৩জন নির্বাচন কমিশনের কর্মীকে অপহরণ করা হয়। ভোটকেন্দ্রে আহত হয় ১১ জন।

Share.