আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে নারী সাংবাদিক নিহত

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বন্দুকধারীর গুলিতে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। দেশটিতে চলমান খুনের ঘটনার সবশেষ শিকার হলেন তিনি। মালালা মাইওয়ান্দ নামে ওই সাংবাদিক জালালাবাদে নিজের কর্মস্থলের পথে ছিলেন। এসময় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। এতে তার গাড়ির চালক মোহাম্মদ তাহিরও নিহত হন। এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। আফগানিস্তনে টার্গেট কিলিং নিয়ে সম্প্রতি নিন্দা জানায়, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন। তার পরই হত্যার এ ঘটনা ঘটলো। মাইওয়ান্দ স্থানীয় ইনিকাস টিভি এবং রেডিওতে কর্মরত ছিলেন। কর্মস্থলে আসার পথে অজ্ঞাত বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি স্থানীয় গণমাধ্যমকে বলেন, হামলা চালিয়ে আততায়ীরা পালিয়ে যায়। সামাজিককর্মী হিসেবে কাজ করতেন মাউওয়ান্দ। দেশটিতে নারী সাংবাদিকদের প্রতিকূলতা তুলে ধরে এর আগে বক্তব্য দিয়েছিলেন তিনি। রয়টার্স নিউজ এজেন্সি জানায়, তার মা’ও সমাজকর্মী ছিলেন। ৫ বছর আগে তিনিও অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন। বৃহস্পতিবারের এ হত্যাকাণ্ড তদন্তের আহ্বান জানিয়েছেন আফগানিস্তানে ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্ল্যাকে।

Share.