আফগানিস্তানে বোমা হামলায় বাদাখশানের গভর্নর নিহত

0

ডেস্ক রিপোর্টআফগানিস্তানের উত্তর বাদাখশানের ভারপ্রাপ্ত গভর্নর নিসার আহমেদ আহমাদি একটি আকস্মিক গাড়ি বোমা হামলায় মারা গেছেন। এই ঘটনায় গভর্নরকে বহনকারী গাড়ির চালকও নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল মঙ্গলবার আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী ফৈজাবাদে এই দুর্ঘটনা ঘটে। গভর্নর নিসার আহমেদ আহমাদিকে বহনকারী গাড়িকে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে আঘাত করে এক হামলাকারী। তবে এই গাড়ি বোমা হামলার পেছনে কে বা কারা দায়ী তা এখনও জানা যায়নি। নিহত নিসার আহমেদ আহমাদি গত এপ্রিল মাসেই বাদাখশানের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি উত্তর বাদাখশানের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। গত কয়েক সপ্তাহের মধ্যে এই প্রথম কোন তালেবান কর্মকর্তার ওপর এধরনের হামলা চালানো হলো। বাদাখশানের ভারপ্রাপ্ত গভর্নর নিসার আহমেদ আহমাদির ওপর বোমা হামলার ঘটনায় প্রদেশটির সংস্কৃতি ও তথ্য বিষয় প্রধান মুয়াজুদ্দিন আহমাদি বলেন, গভর্নরকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানের একজন প্রাদেশিক পুলিশ প্রধানকে আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে হত্যা করে আইএসআইএল এবং পরে এর দায় স্বীর করে তারা। এছাড়াও গত বছর এপ্রিলে দেশটির খনি বিভাগের প্রধান কর্মকর্তা বোমা হামলায় নিহত হন।

Share.