আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তালেবান কমান্ডার নিহত

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের হেরাত প্রদেশে মার্কিন বিমান হামলায় তালেবান স্প্লিন্টার-গ্রুপ কমান্ডারসহ বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার হেরাতের শিনদান্দ জেলায় এ হামলা চালানো হয় বলে জানায় আফগান সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তালেবান ওই কমান্ডরের নাম মোল্লা নাংগিয়ালে। ২০১৩ সালে তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর নাংগিয়ালে তালেবানের মূল শাখা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তিনি মোল্লা রসুল নামে পরিচিত এক কমান্ডারের নেতৃত্বে একটি ছোট দলে যোগ দেন। হেরাত প্রদেশের গভর্নর জানান, শিনদান্দ জেলাটি ইরান সীমান্তের একদম কাছে অবস্থিত। আফগানিস্তানে মার্কিন বাহিনীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে আফগান বাহিনীর বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক বিমান হামলা চালানো হয়েছে। প্রাদেশিক পুলিশ সূত্রে জানা যায়, ড্রোন দিয়ে এই বিমান হামলা চালানো হয়। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে।

Share.