আফগানিস্তানে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা

0

ডেস্ক রিপোর্ট:  বন্দুকধারীর হামলায় আফগানিস্থানের সুপ্রিম কোর্টের দুই নারী বিচারক নিহত হয়েছেন। রোববার সকালে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আফগান সরকার ও তালেবান যখন কাতারে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে তখনই এই হত্যাকান্ড ঘটলো। আলোচনা চলাকালীন এর আগেও একাধিক নারী সাংবাদিক ও অধিকারকর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। খবরে নিহত বিচারকদের নাম প্রকাশ করা হয়নি। হামলায় তাদের গাড়ি চালকেরাও আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় এই হামলা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

Share.