আফগানিস্তান ইস্যু: কাদা ছোঁড়াছুড়িতে ওয়াশিংটন-বেইজিং

0

ডেস্ক রিপোর্ট: চীনের সঙ্গে তালেবান নেতাদের বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশংসার একদিনের মাথায় আফগানিস্তান ইস্যুতে কাদা ছোঁড়াছুড়িতে লিপ্ত হয়েছে ওয়াশিংটন ও বেইজিং। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের অবনতির জন্য ওয়াশিংটনকে দায়ী করে চীনা প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে দেশটির পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছে।এদিকে তালেবানকে সহযোগিতা করতে পাক যোদ্ধাদের আফগানিস্তান পাড়ি দেওয়ার খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরমধ্যেই ঝুঁকিতে থাকা মার্কিন সেনাদের সহায়তাকারী আড়াই হাজার আফগান দোভাষীকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে বাইডেন প্রশাসন।একদিকে আফগানিস্তান ছাড়ছে মার্কিন ও ন্যাটো সেনারা অন্যদিকে পাকিস্তানের মাধ্যমে তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চীন। সবশেষ দুদিন আগে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তালেবানের প্রতিনিধিরা। আর এ নিয়ে সম্পর্কের নতুন মেরুকরণ দেখছে বিশ্ব।আফগানিস্তানে শান্তি ফেরাতে চীনের সঙ্গে তালেবান নেতাদের বৈঠককে যুক্তরাষ্ট্র ইতিবাচক হিসেবে দেখলেও মার্কিন কূটনীতিকদের বরাতে সংবাদমাধ্যমগুলো বলছে, আফগানিস্তানে নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে শি জিন পিং সরকার। আর এতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অবনতির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। চীন ও আফগানিস্তান ঐতিহ্যগতভাবেই বন্ধুপ্রতীম দেশ দাবি করে তিনি বলেন, দেশটিতে শান্তি ফেরাতে কাজ করে যাবে চীন।

Share.