সোমবার, ডিসেম্বর ২৩

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠন করবে কোয়ালিশন সরকার

0

ডেস্ক রিপোর্ট: বেকারত্ব, বিদ্যুতহীনতা এবং অসমতায় ক্ষিপ্ত দক্ষিণ আফ্রিকার নাগরিকরা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের কাছ থেকে সমর্থন সরিয়ে নিয়েছেন। এতে করে দেশটির নির্বাচনে মাত্র ৪০ শতাংশ ভোট পেয়েছে দলটি। এতে করে অন্য দলের সাথে কোয়ালিশন করে সরকার গঠন করতে হবে তাকে। কাদের সাথে কোয়ালিশন করা হচ্ছে জানতে চাইলে কংগ্রেসের প্রধান জিওয়িদ মানতাশে জানান, আমরা যে কারও সাথে কথা বলতে পারি। ৯৯ দশমিক ৮৭ শতাংশ ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে কংগ্রেস ৪০ দশমিক ১৯ শতাংশ ভোট পেয়েছে। খবর রয়টার্সের। ১৯৯৪ সাল থেকে শুরু হওয়া প্রতিটি নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে বিদ্যুতের সংকট ও বেকারত্বের চাপে সাম্প্রতিক সময়ে দলটির প্রতি জনসমর্থন কমে গেছে। নির্বাচনে বিরোধী দলীয় গণতান্ত্রিক জোট ২১ শতাংশ ভোট পেয়েছে, আর সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার এমকে পার্টি পেয়েছে ১৪ শতাংশ ভোট। নির্বাচনের ফলাফল অস্বীকার করে আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে এমকে পার্টি। ধারণা করা হচ্ছে জ্যাকব জুমার দল নির্বাচনের ফলাফল অস্বীকার করায় দেশে অস্থিরতা সৃষ্টি হবে। এমকে পার্টির শক্ত অবস্থানের কারণেই কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

Share.