ডেস্ক রিপোর্ট: এশিয়া, ইউরোপ, আমেরিকা হয়ে এবার আফ্রিকা মহাদেশে নিজের উপস্থিতি জানান দিল করোনাভাইরাস। শুক্রবার কেনিয়া, ইথিওপিয়া, সুদান ও গিনিতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর আগেও কয়েকটি দেশে ছড়িয়েছে করোনা। সবমিলিয়ে এখন পর্যন্ত আফ্রিকার ১৮টি দেশে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। গত বছরের ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের রাজধানী শহরে উহানের একটি সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজার থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাস এখন ইউরোপ ও আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে চীনে আক্রান্ত ও মৃত মানুষের হার কমতে থাকলেও অন্যান্য অঞ্চলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনাভাইরাসে আক্রান্ত মানুষের প্রাণহানি এখন পর্যন্ত পাঁচ সহস্রাধিক। বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটির সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন ৫ হাজার ৮০ জন। আক্রান্তের ঘটনা ১ লাখ ৩৮ হাজার ১৫২টি। তবে আক্রান্তদের মধ্যে ৭০ হাজার ৭১৪ জন সুস্থ হয়েছেন। এতদিন প্রাণঘাতী এই ভাইরাস থেকে দূরেই ছিল আফ্রিকা মহাদেশ। তবে শেষ পর্যন্ত এই মহাদেশেও হানা দিল করোনা। চ্যানেল নিউজ এশিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, সেনেগাল, টোঙ্গো, ক্যামেরুন, বুরকিনা ফাসো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, কোট ডি’আইভোয়ার, গ্যাবন, ঘানা, গিনি, সুদান, কেনিয়া ও ইথিওপিয়ায় করোনা রোগী চিহ্নিত করা হয়েছে। তবে এর অধিকাংশ দেশেই এখন পর্যন্ত একজন করে রোগী পাওয়া গেছে এবং তাদের বেশিরভাগই বিদেশি কিংবা বিদেশ থেকে এসেছেন। এই ভাইরাস যাতে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেজন্য মহাদেশটিতে দ্রুত ভাইরাস শনাক্ত এবং আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। তবে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় মহাদেশটির সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।
আফ্রিকার ১৮ দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস
0
Share.