স্পোর্টস ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ ভালোই প্রভাব ফেলেছে গোটা বিশ্বে। শুরুর মতো এবারও এলোমেলো হয়ে যাচ্ছে সব। বৈশ্বিক ক্রীড়া সূচিতেও পড়ছে এর প্রভাব।গত বছর পরিবর্তন হয় বিশ্বকাপ টি-টোয়েন্টির সূচি। পরিবর্তন হয় ওয়ানডে বিশ্বকাপের সূচিও। একই অবস্থা হয়েছিল মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের প্রথম আসরের সূচিতেও। সেটা আবারও পিছিয়েছে।চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবার কথা ছিল মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেবার করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছিল আসর।আবার আবারও সেই পুরনো অবস্থা। করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্টটি দ্বিতীয়বারের মতো স্থগিত করল আইসিসি। আইসিসি নিশ্চিত করেছে, ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশেই হবে প্রথম আসর।নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ছাড়াও নারী ২০২২ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের সূচিতেও পরিবর্তন এনেছে আইসিসি।
আবারও পিছিয়ে গেল নারী অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ
0
Share.