আবারও শীর্ষে রিয়াল

0

স্পোর্টস ডেস্ক: মাত্র ছয়টি করে ম্যাচ বাকি। ৩৮ ম্যাচের মধ্যে ৩২টি খেলা হয়ে গেছে। চিরপ্রতিদ্বন্দ্বী শব্দটা ব্যবহারের যথার্থ সার্থকতা টের পাওয়া যাচ্ছে চলতি মৌসুমে। বিশেষ করে করোনা পরবর্তী ফুটবলে মাঠে নামলেই একে অপরকে ছাড়িয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। রোববার রাতে আবারও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে উঠে এলো মাদ্রিদের দলটি।কর্নেল্লা এল পার্ট স্টেডিয়ামে এস্পানিওলের বিরুদ্ধে ১-০ গোলে জয় নিয়ে বার্সার তুলনায় ২ পয়েন্টে এগিয়ে গেল জিনেদিন জিদানের শিষ্যরা। একমাত্র গোলটি এসেছে কাসেমিরোর পা থেকে। নিষেধাজ্ঞা থেকে মাঠে ফিরেই দলকে জয় উপহার দিলেন এই ব্রাজিলিয়ান তারকা। বিরতিতে যাওয়ার আগে ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজামার ব্যাকহিল পাসে বল পেয়ে এস্পানিওলের জালে জড়ান।  দ্বিতীয়ার্ধে কোনও গোল না হলেও হাসি মুখে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। করোনাকালে দীর্ঘ বিরতির পর মাঠে নেমে  স্প্যানিশ লিগে  টানা পাঁচ ম্যাচে জয় পেলো সার্জিও রামাসের দল। টেবিলের উপরে উঠা আসা রিয়ালের সংগ্রহ ৭১ পয়েন্ট। সমান ৩২ ম্যাচ খেলে লিওনেল মেসি নেতৃত্বাধীন বার্সার পয়েন্ট সংগ্রহ ৬৯।

Share.