আবারো জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী

0

ঢাকা অফিস: সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রস্তাব এবং নূর ই আলম চৌধুরী লিটনের সমর্থনে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার(৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর প্রাক্কালে শিরীনকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কক্ষে শপথ নেন তিনি। পরে নবনির্বাচিত স্পিকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। এই মুহূর্তে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন চলছে

Share.