বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

আবারো নতুন বিতর্কে সালমান খান!

0

বিনোদন ডেস্ক: বিতর্ক যেন সালমান খানের পিছু ছাড়ে না। তারই ধারাবাহিকতায় আবারো নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। এবার করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বিতর্কিত হলেন ‘দাবাং’ খান। সম্প্রতি তার শেয়ার করা একটি ভিডিওকে ঘিরেই শুরু হয়েছে এই নয়া সমালোচনা।  ভিডিওতে দেখা যাচ্ছে, পানভেলের ফার্মহাউসে পরিবারের সকলকে নিয়ে দুস্থদের জন্য ত্রাণের ব্যবস্থা করছেন সালমান। সকলে মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে স্টোর রুম থেকে খাবার সামগ্রী একটি গাড়িতে তুলছেন। রয়েছেন কয়েক জন বাইরের লোকও। কিন্তু সমস্যা হল, সেখানে কাউকেই গ্লাভস বা মাস্ক পরে থাকতে দেখা যায়নি। এমনকি, নিয়ম মেনে দূরত্ব বজায় রাখতেও দেখা যায়নি কাউকে। কিছুদিন আগে সালমান একটি ভিডিওর মাধ্যমে সকলকে করোনায় নিয়মাবলী মানার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই নিয়মাবলী নিজে না মানায় স্বাভাবিক ভাবেই নেটিজেনরা সমালোচনা শুরু করেছেন।

Share.