ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের বার্নার্ড আর্নল্টের কাছে অল্প সময়ের জন্য শীর্ষ ধনীর তকমা হারানোর পর আবারো নিজের জায়গা ফিরে পেয়েছেন ইলন মাস্ক। চলতি বছর টেসলা ইনকর্পোরেটেডের স্টক মূল্যে প্রায় ৭০ শতাংশ বৃদ্ধির ফলে মাস্কের সম্পদ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। ব্লুমবার্গ জানায়, জানুয়ারীতে দিনের সর্বনিম্ন থেকে প্রায় ১০০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে। ৬ অর্থনৈতিক শক্তির লক্ষণ এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির মন্থর গতির মধ্যে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বৃদ্ধির স্টকগুলোয় বাজিতে ফিরে আবার ফিরেছে৷ বেশ কয়েকটি মডেলের দাম কমানোর পরে কোম্পানিটি তার বৈদ্যুতিক যানবাহনের আরও চাহিদা বৃদ্ধি করতে পেরেছে এবং সুফলও তারা পাচ্ছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, নিউ ইয়র্কে বিকাল ৪ টায় টেসলার শেয়ার ৫.৫ শতাংশ বেড়ে ২০৭.৬৩ ডলারে দাঁড়িয়েছে। ফলে মাস্কের মোট সম্পদ ১৮৭.১ বিলিয়ন ডলার হয়েছে। ফলে মাস্ক পেছনে ফেলেছেন ৭৩ বছর বয়সী ফরাসি টাইকুন আর্নল্টকে যার মোট সম্পদের সপরিমাণ ১৮৫.৩ বিলিয়ন ডলার। ২০২৩ সালের শুরুতে ৫১ বছর বয়সী মাস্কের সম্পদের পরিমাণ ছিল ১৩৭ বিলিয়ন ডলার। ফেব্রুয়ারিতে একটি প্রকাশ অনুসারে, আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে নামহীন দাতব্য কাজে তিনি ১১.৬ মিলিয়ন টেসলা শেয়ার দান করেছেন। যেদিন এটি দান করা হয়েছিল তার বন্ধের দামের ওপর ভিত্তি করে স্টকটির মূল্য ছিল প্রায় ১.৯ বিলিয়ন ডলার। টেসলার বিনিয়োগকারীদের মধ্যে ভয় ছিল মাস্ক হয়তো টুইটারেই বেশি মনোযোগ দিয়েছেন। মাস্ক ডিসেম্বরে বলেছিলেন, তিনি চাকরি দেওয়ার জন্য যথেষ্ট ‘বোকা’ কাউকে পেলে সোশ্যাল-মিডিয়া প্ল্যাটফর্মের সিইও পদ থেকে পদত্যাগ করার পরিকল্পনা করছেন। তিনি এই মাসে বলেছিলেন, নতুন সিইওর কাছে হস্তান্তর করার আগে টুইটারের আর্থিক স্থিতিশীল করতে বছরের শেষ পর্যন্ত তার এই পদে থাকার প্রয়োজন হতে পারে। আরবিসি ক্যাপিটাল মার্কেটস-এর একজন বিশ্লেষক টম নারায়ণ ফেব্রুয়ারির এক প্রতিবেদনে বলেছেন, টেসলার দাম কমানোর ফলে গাড়ির চাহিদা বেড়েছে এবং কোম্পানিটি বৈদ্যুতিক গাড়ির ‘পোস্টার চাইল্ড’। আমরা বিশ্বাস করি যে আরও ইভি (ইলেক্ট্রনিক ভিহিকল) প্রতিযোগিতার মুখেও টেসলা পণ্যগুলির শক্তিশালী চাহিদা রয়েছে।’ টেসলা বুধবার তার বিনিয়োগকারী দিবস ২০২৩-এর আয়োজন করছে, কোম্পানির নেতারা দীর্ঘমেয়াদী সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
আবারো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
0
Share.