ঢাকা অফিস: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়। বদলি কর্মকর্তারা হলেন ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) সানা শামীনুর রহমান, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইন) মো. ফারুক হোসেন, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) সামসুন নাহার, ডিএমপি উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, ডিএমপি উপ-পুলিশ কমিশনার (পিওএম-উত্তর বিভাগ) মোহাম্মদ হারুন অর রশিদ। আরও বদলি হয়েছেন ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তরে সংযুক্ত জুয়েল রানা, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার-পিওএম) নুরজাহান লাবনী, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন-নিরাপত্তা) এম মোবাশ্বের হোসাইন, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেভেলপমেন্ট-১) ডেভেলপমেন্ট বিভাগ মো. ইফতে খায়ের আলম, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিওএম-পশ্চিম বিভাগ) জামাল আল নাসের, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি-১) মাহফুজ্জামান সরকার, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস-১) মো. তানভীর হোসেন, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট-১) এস্টেট বিভাগ মো. শওকত আলী, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআরঅ্যান্ডএইচআরডি) সাগর দিপা বিশ্বাস, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেভেলপমেন্ট-২) মো. জুয়েল রানা, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তরে সংযুক্ত) মো. আবদুল মালেক ও ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সংসদ ভবন-নিরাপত্তা) এ. এইচ. এম আসাদ হোসেন।
আবারো বড় রদবদল ডিএমপিতে
0
Share.