বুধবার, ডিসেম্বর ২৫

আবারো মা হলেন লিসা হেইডন

0

বিনোদন ডেস্ক: আবারো মা হলেন বলিউড অভিনেত্রী লিসা হেইডন। পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। নবজাতকের নাম রেখেছেন লিও। গত শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন এই অভিনেত্রী। ছবিতে লিসার দুই সন্তানকে দেখা গেছে। যেখানে ছোট্ট লিওর হাত ধরে রয়েছে বড় ভাই জ্যাক। ছবির ক্যাপশনে লিসা লিখেছেন, ‘এই ছোট্ট ঈশ্বরের কৃপাটি আমার হৃদয় এমনভাবে ছুঁয়েছে যে, যা কখনো হয়নি। আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এবং এই দুজনের দিকে তাকিয়ে ভালোবাসার মধ্যে ডুবে যাচ্ছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না জ্যাক এবং লিওর মতো দুটি সন্তানের মা আমি।’ অন্তঃসত্ত্বা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন লিসা। বেবি বাম্প প্রদর্শন করে বেশ কিছু খোলামেলা ছবি শেয়ার করেছিলেন। বলিউড অভিনেত্রীর ওই ছবিগুলো তখন ভাইরাল হয়েছিল।

Share.