বুধবার, জানুয়ারী ২২

আবার চোট পেলেন নেইমার

0

স্পোর্টস ডেস্ক: আবার চোট পেলেন নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। সিঙ্গাপুরে নাইজিরিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামে ব্রাজিল, খেলার ফল ১-১। ৩৫ মিনিটে নাইজিরায়ার জোয়ে আরিবো ১-০ করেন। ৪৮ মিনিটে গোল শোধ করেন কাসেমিরো। এই নিয়ে টানা চার ম্যাচ ড্র করল ব্রাজিল। তবে ম্যাচের ফল নয়, ফুটবল মহল উদ্বিগ্ন নেইমারের নতুন চোট নিয়ে। খেলার ১২ মিনিটে ২৭ বছর বয়সি ব্রাজিলীয় তারকা বাঁ ঊরুতে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। তার জায়গায় মাঠে নামেন ফিলিপে কুতিনহো। চোট পেয়ে রিজার্ভ বেঞ্চে খানিকক্ষণ বসে থেকে মাঠ ছাড়ার সময় নেইমার অবশ্য স্বাভাবিকভাবে হেঁটেছেন। ভক্তদের তিনি জার্সিও উপহার দিয়ে যান। প্রসঙ্গত ব্রাজিলীয় তারকা চোটের জন্য কোপা আমেরিকায় খেলতে পারেননি। তখন তার ডান পায়ে গোড়ালিতে লেগেছিল। প্রায় দু’মাস পরে তিনি স্বমহিমায় মাঠে ফেরেন। গত দু’বছর ধরেই চোট বারবার ভুগিয়েছে নেমারকে। প্যারিস সেন্ট জার্মেই’র হয়ে খেলার সময়ও তার ডান পায়ে লাগে। সেবার তিনি তিন মাস মাঠের বাইরে ছিলেন এবং চোট পেয়েছিলেন রাশিয়া বিশ্বকাপের আগেও।

Share.