আবার বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক

0

বিনোদন ডেস্ক:  একে অপরের প্রেমে মজে রয়েছেন হৃতিক রোশন ও সাবা আজাদ। কাজের সময়টুকু ছাড়া সব সময় একসঙ্গেই দেখা যায় এই যুগলকে। এবার নিজেদের সম্পর্কে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত হৃতিক-সাবা। প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই অভিনেতা। শেষেমেশ হৃতিকের মন বসন্তের পরশ নিয়ে এল সাবা। বেশি দিন কাটতে না কাটতেই সাবার সঙ্গে প্রেমের সম্পর্কে কবুল করেন অভিনেতা। হৃতিকের জুহু নতুন ফ্ল্যাটে একত্রবাস করেন এই দুই জন। এবার আর দেরি নয়, বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক রোশন। সম্প্রতি বিমানবন্দরে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিয়েছে এই জুটি। সাবা ছিলেন গাড়ির ভেতরে। হৃতিকের একক সফর, কাজেই যাচ্ছেন কোথাও। গাড়ি থেকে নামার আগে সাবার ঠোঁটে এঁকে দিলেন উষ্ণ চুম্বন। চোখ বুজে এল যুগলের। ততক্ষণে অবশ্য আলোকচিত্রীদের লেন্সবন্দি তারা। বুঝতে লাজুক হাসি দেন অভিনেতাও। তবে যে জল্পনাটা বার বার ফিরে এসেছে তা হলো কবে বিয়ে করছেন হৃতিক-সাবা? অবশেষে ঘটলো সেই জল্পনার অবসান। শোনা যাচ্ছে, ২০২৩ সালের শীতকালে নভেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা। হৃতিক রোশন ও সাবা আজাদের বয়সের পার্থক্য প্রায় ১২ বছর। সাবাকে নিয়ে ভীষণ স্পর্শকাতর হৃতিক। অন্যদিকে, সাবা খুব ভালো ভাবেই মিশে গিয়েছে রোশন পরিবারের সঙ্গে। অভিনেতা দুই ছেলের সঙ্গে বিরাট ভাব সাবার। আপাতত অভিনেতার নয়নের মণি হয়ে রয়েছে সাবা।

Share.