ডেস্ক রিপোর্ট: এক হৃদয় বিদারক ঘটনা। পৃথিবী এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকবে। মনীষা যাদব। পেশায় একজন চিকিৎসক। কর্মরত ছিলেন ভারতের মুম্বাইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিকেল অফিসার পদে।একাধারে চিকিৎসা ও প্রশাসনিক দুটো বিষয়ই খুব ভালোভাবে সামলানোর জন্য বেশ নামডাক ছিল মনীষা যাদবের।সম্প্রতি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসাও চলছিল। তবে বুঝতে পেরেছিলেন তার হাতে আর বেশি সময় নেই। সেটা অনুভব করেই রোববার ফেসবুকে নিজের শেষ কথাগুলো লেখেন মনীষা।তিনি লেখেন, ‘এটাই হয়তো শেষ সকাল। আমাকে হয়তো এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না। সবাই আপনারা ভালো থাকুন।’মনীষা লেখেন, ‘দেহের মৃত্যু হয়। আত্মার নয়। আত্মা অমর’। এরপর সোমবার এই মেডিকেল অফিসারের মৃত্যু হয়।
আবেগঘন স্ট্যাটাস দিয়ে করোনায় আক্রান্ত চিকিৎসকের মৃত্যু
0
Share.