বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

আমদানি পণ্যে ট্যাক্স না কমালে সাধারণ মানুষকে ভুগতে হয় : টিটু

0

ঢাকা অফিস: আমদানি নির্ভর ভোগ্যপণ্যের ওপর ট্যাক্স না কমালে সাধারণ মানুষকেই ভুগতে হয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজস্ব আদায় নিয়ে নির্দিষ্ট নীতিমালা থাকতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রাজস্ব আহরণ করতে হবে ব্যক্তি ও কর্পোরেট পর্যায় থেকে। প্রতিমন্ত্রী জানান, কমোডিটি পণ্য আমদানির বিষয়ে রাশিয়া ও মিয়ানমারের সাথে কথা হয়েছে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সয়াবিন তেল ও চিনি আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা টিসিবির অস্থায়ী দোকানগুলোকে স্থায়ী করার উদ্যোগের কথাও জানান তিনি।

Share.